ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বেহিসাবি পাণ্ডুলিপি

এমি জান্নাত
বেহিসাবি পাণ্ডুলিপি

হিসেবের খাতা তুলে রেখেছি সিন্দুকে

সেখানে তো মেলেনি কোনো অংক

যোগ-বিয়োগ আর গুণ ভাগে পুরোটাই গরমিল

তাই কলমের কালি আর ফুরাইনি অযথা

আমার সাদা ক্যানভাসে আঁকিবুঁকি

বইয়ের তাকে নতুন অতিথি যোগ হয়

অন্দরের সবুজগুলো বরং হিসেব মেলায়

সেখানে কোনো গরমিল নেই

গড়ে উঠেছে এক পাহাড় শান্তির ঐক্য

গানের স্বরলিপিরা মাঝে মাঝে আসে

গুনগুনিয়ে গোপনে বলে যায়

যে নদীতে ঢেউ নেই, যে সমুদ্রে নীল নেই

সেখানে মেলেনা হিসেব

প্রকৃতির নিয়মের বাইরে গেলে

পড়ে থাকে বেহিসাবি পাণ্ডুলিপি...

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত