অচেনা ভূমিকা

শারমিন সুলতানা রীনা

প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

অস্তমিত সূর্যের মতো বিলীন হতে হতে

একদিন জেগে উঠব

হাজার বছরের উৎসব নিয়ে

শ্বাস-প্রশ্বাসের খুব কাছে থেকেও

তোমার কাছে পৌঁছাবে

হলুদ খামে দীর্ঘ দীর্ঘশ্বাস

মাটিকে তৃষ্ণায় রেখে বীজ বপন করে

শুনতে পাও না আর্তচিৎকার

অন্ধকারের গোপন দরজা খুলে

করেছি আঁতাত

ঝড়ের সাথে আমৃত্যু মিতালি

অতৃপ্ত আত্মার ক্রন্দনের কাছে

উন্মুক্ত করেছি সত্তা

তারপরও ভ্রান্তি বিলাসের

আকুল আকাঙ্ক্ষায়

নতুন করে চিনলাম তোমাকে

অচেনা ভূমিকায়।