কবিতা

আষাঢ়ের পদ্য

সোহেল বীর

প্রকাশ : ২৪ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

কদম-কেয়া নাই বা ফুটুক আজ

মেঘ-মাল্লার নাই বা থাকুক সাজ

বৃষ্টি রানী নাই বা দেখা দিক

নাই বা ডাকুক বর্ষা চতুর্দিক!

নাই বা তুমি একটা কদম পেলে

বর্ষাধারা- চোখ দুটি আজ মেলে

নাইবা কাটুক তার পথ ঠিক চেয়ে

অপেক্ষারই একটু সময় পেয়ে!

আজকে আষাঢ় এই কথাটি জানো

বর্ষা-কদম বাদেই আষাঢ় মানো!