নাম ধরে ডেকেছি বারবার
মেলেনি সাড়া শুধু হাহাকার
বুকে চেপে আলো অন্ধকারে
পেরিয়ে যাই আজন্ম চেনা পথ
পরিব্রাজকের মতো ঘন তৃষ্ণায় একা
মৃত মানুষের স্বপ্নহীন চোখের মতো
সারিবদ্ধ কবরের নির্জন সবুজ ঘাস
শরবিদ্ধ সময় কে তাড়া করে ফিরে
সে বার্তাই বহন করে নিরন্তর
ঈশ্বরের অনুগত প্রিয় অনুজ।