ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চোখের মানচিত্র মতে

জলিল আহমেদ
চোখের মানচিত্র মতে

মাঝে মাঝে আকাশটা ছোট হয়ে আসে,

এমনকি সমুদ্রও,

নদী আর পাহাড়গুলো একসাথে জোঁকের মতোন।

এক পশলা শাপলা বৃষ্টিতে স্নিগ্ধ কিশোরি পায়ে দলে মিশে যায়

অসীম আকাশে, সাগরের প্রতিবিম্বে।

গাছ থেকে পাতা ঝরে, ঝরবেই, তাই বলে রাস্তারা সরিয়ে দেয় না তাকে,

মানুষের নরম পায়ে মচমচে শব্দের ভেতর

নেচে ওঠে প্রাকৃত জীবন, ঘরগুলো বড় হতে থাকে, প্রকৃতিও।

আমার স্থিতিস্থাপক মনটা বড় হতে হতে আকাশেই উঠে যায়

আর আমি, এই চোখে নদী ও সাগর পাহাড়

পৃথিবীটাই ভেসে ওঠে মানচিত্রের মতো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত