জলজ নদীর টুপটাপ

এস এম তিতুমীর

প্রকাশ : ২৪ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

শ্রোতাবন্ধু, শুভ সকাল

জলজ নদী। যদি। নিরবধি

না ডাকে সাগর। মেঘ-মল্লার নাম ধরে

সবার অগচরে। মিশে যায়, অযথায়

ভিজে যায়। আমাদের ঘুম

নিঝুম নিঝুম, দ্বীপচূড়া সামাজিক ওম

পাহাড়ের গায়ে, নামে

ঘামে, বেঘামে, তিলোত্তমা নাগরিক কামে

গলে গলে পড়ে তামারবিষ। -তুমি

সাবধানতার গাল চুমি। যখন তাকালে নদীর পিঠে

মিটমিটে। দেখলে প্রাচীন দাগ

কোনোটা ঢোঁরা, গোখরা আবার কোনোটা শীশনাগ

ময়ূর পেখম আঁকা জলজ নদী

আবার চোখের ভিতর বযে যায় যদি, তখনো

সে, সে দাগ। বেদাগ। না হয়ে

পিতামহের পিতামহ তারপর বহু জন্মের ক্ষত

অক্ষত। রেখে, মাতামহীরর কোলে শুনি

আজন্ম সৃষ্টির গান, দিয়ে মন-প্রাণ

বলে, জলজ নদী টুপটাপ খায় জল বরষার

রাত-বিরাত দিনমান