বেখায়াল

গাজালা মাহমুদ

প্রকাশ : ২৪ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

তোমার অট্টালিকায় ফাপর ভীষণ

আটকে আসে দম,

আমার মধ্যবিত্ত জীবনযাপন

বিলাস খোঁজে কম।

মেইন ফটকে নোটিশ দেয়া

দাঁড়িয়ে থাকে গার্ড,

একটা নজর দেখতে গেলেই

দেখাতে হয় কার্ড!

থাকো আমার ব্যবসায়ী লোক

হিসেব নিয়েই থাকো,

টাকার নেশা কমলে কিছু

নিজের খেয়াল রাখো।

কবিরা হয় পাখির মতো উড়তে ভালোবাসে

যত্ন পেলে আকাশ ছেড়ে হাতের কাছে আসে...।

কবিরা হয় ঘুড়ির মতো, বাতাসে দিন কাটায়

আটকে রাখতে হাতের মুঠোয়, নাটাই লাগে নাটাই...