কবিতা
ফেরারি
গাজালা মাহমুদ
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আমি ছিলাম আজন্মকাল পাগলা ঘোড়া,
তুমি কেন লাগাম হতে পারলে না?
বেখেয়ালি জীবনযাপন, বেপরোয়া আমায়
একটি বারও পেছন থেকে টানলে না?
সব মানুষের মানুষ থাকে সব পাখিদের নীড়,
সবার থাকে সন্ধে হলেই ঘরে ফেরার তাড়া
আমি কেন সন্ধে হলেই ঘুরি বেনাম পথে?
বলতে পারো কেন আমি একলাই ঘর ছাড়া?
একদিনে কেউ হয় না পাপী, এক মাঘে শীত যায় না
তুমি কেন গল্প আমার জানলে না?
অল্প একটু ভালোবেসে আদর মাখা গলায়
একটি বারও পেছন থেকে টানলে না?