সুধা

খাদিজা শিরিন

প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

রুদ্রপলাশ ডালে ফুলঝুরি পাখি

ইতিউতি চেয়ে রয় মৌপিয়া ডাকি

আসাম লতায় বুনে মুনিয়ার ঘর

শিরীষতলায় প্রেম, ঝরে ঝরঝর!

কোন ছলে পড়েছিলো অশোকের ফুল,

যতনের হাত দিয়ে বেঁধেছিলো

মায়াবেণী চুল।

সোনালুর দুল সাজে রোহিণীর কর্ণ,

হলুদাভ হয়ে যায় লাজুকতার বর্ণ!

পাতায় পাতায় হাসে আম্রমুকুল

বৃষ্টির কামনায় চালতার ফুল।

এসো এসো ঝরে পড় আকাশরানি

ফুল পাখি পিয়ে নেবে শুভ্র পানি।