আমি তোমাকে ভালোবাসার মতন ভালোবেসেছি,
কারণ- আমি দূর থেকেও তোমাকে ঝাপসা দেখি না,
আমার চেয়েও বেশি স্বচ্ছভাবে তোমাকে দেখা সম্ভব না কারো পক্ষেই,
চোখ বন্ধ করলেই তুমি চলে আসো ভীষণ কাছে, অনুভবে ছুঁয়ে যাও আমায় প্রবলভাবে
আমি চোখ দিয়ে ছুঁয়ে ফেলেছি তোমার জমাট বাঁধা রক্তনালি,
বিশ্বাসের নদী ভেঙে জোয়ার বইছিল সেখানে, নদীর রঙ লাল,
তোমাকে ঘোলা লাগে না নক্ষত্রের সমান দূরত্বেও,
তুমি ক্রমশই আমার চোখে লেগে থাকো ঘুমের মতন,
আমি তোমাকে শোনাতে পারতাম আমার ভেতরের অবস্থাও,
বলতে পারতাম এক জন্মে কতটা অন্ধত্ব নিয়ে তোমাকে খুঁজেছি।
সম্ভবত তার আগেই নিষিদ্ধ দরজা জানালা দিয়ে কিছু শীতল চোখ আমাকে থামিয়ে দেয়, তোমার সাথে ছিলাম না যতটুকু সময়,
পাওয়ার পরে তার চেয়েও কয়েক হাজার গুণ বেশি সময় আঁকড়ে ধরার লোভ আমাকে ঘিরে রেখেছে, শব্দরাও আজ থেমে যায় তোমার প্রতি আমার এতটা লোভ দেখে, চিরকালীন সত্য কেবল এটাই ভালোবাসি তোমায়
তুমি দূর আকাশের নক্ষত্র হয়ে জ্বললেও আমার অস্তিত্বে তোমায় রাখব আজন্ম আমার ভালোবাসা করে! আমাকেও দিও থাকতে তোমার মন পাড়ায়।