শ্রাবণে প্লাবনে

নুসরাত সুলতানা

প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

বৃষ্টি ধুয়ে দাও আমার চোখের কাজল, ধুয়ে মুছে সাফ কর

আমার গোপন কান্নার দাগ।

মুছে দাও ভালোবাসাহীন সোহাগের চিহ্নতোমার আগ্রাসী চুম্বনে ভরে দাও

আমার পেলব দেহ মন!

যখন মেঘ বালক ছিলে;

কত তো দেখেছি তাকিয়ে প্রলুব্ধ দৃষ্টিতে।

আজ তোমার আমার প্রণয়ের কাল!