ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তার সাথে আমার আর কোনো স্মৃতি নেই

সোহেল বীর
তার সাথে আমার আর কোনো স্মৃতি নেই

সেই কবেকার বইমেলার

মাতাল সময়-

একখণ্ড বিদায়ী বিকেল,

সমাগত গোধূলি,

বসন্তের হেঁয়ালি বাতাস।

রবীন্দ্রনাথ, নজরুল, শ্রীকান্ত থেকে

আল মাহমুদ, শামসুর রাহমান, মহাদেব সাহা;

মার্ক টোয়েন, মার্কেস, জিবরান আর

হোমারে শোভিত তার হাত,

নান্দনিক হাসিতে মুখরতি

শৈল্পিক প্যাভিলিয়ন!

অকস্মাৎ দ্বিধা ভুলে পাশে গিয়ে দাঁড়ালাম- ‘অটোগ্রাফ প্লিজ’,

সহাস্য অভিবাদনে জড়তাহীন ‘স্বাক্ষর’! বসন্তের সেই বিদায়ী বিকেল আর নিখুঁত ‘অটোগ্রাফ’ ছাড়া

তার সাথে আমার আর

কোনো স্মৃতি নেই...

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত