এই যে স্যার শুনছেন
নীহারিকা হায়দার
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
এই যে স্যার শুনছেন,
ওই যে আকাশে পূর্ণিমার চাঁদটা দেখছেন না!
আপনাকে পেয়ে গেলে জানেন আমার জীবনটাও
ঠিক ওই চাঁদের মতো একইরকম পূর্ণতা পেতো।
শুনেন নাথ এইযে স্নিগ্ধ আবহাওয়াটা টের পাচ্ছেন না!
আপনাকে পেয়ে গেলে আমার মাঝেও জানেন সারাক্ষণ
একইরকম স্নিগ্ধতা বিরাজ করতো। হা হা।
আপনাকে আমার নিজের করে পেয়ে গেলে
আমিও খুশিতে রোজ বেসুরে গলা নিয়েও গলা ছেড়ে গান গাইতাম। যদিও আপনি ভীষণ বিরক্ত হতেন তবুও গাইতাম।
জনাব, শেষ বিকেলে সূর্যটাকে তো কখনো না কখনো দেখেছেনই! কতো সুন্দরভাবে বিদায় নেয়
ওটা তাই না বলুন! ! !
জানেন স্যার! আপনাকে আমার করে পেয়ে গেলে
আমিও ঠিকই একইভাবে শান্তিতে পৃথিবী
থেকে বিদায় নিতে পারতাম।
জীবন নিয়ে যত অভিযোগে জর্জরিত করেছি বিধাতাকে সব স্বেচ্ছায় প্রত্যাহার করে নিতাম।
যাই হোক! আপনাকে আমি পাইনি তাতে কি?
কেউ না কেউ তো পাবেই তাই না বলুন!
কিন্তু আফসোসের কথা কি জানেন তো?
আপনারে যে পাবে তার মাঝে আমার মতো
এতো কিছুর সামান্য কিছুও কাজ করবে না। অবাক হলেন। মিলিয়ে নিয়েন। আমাকে বলতে হবে না।
কষ্টের কথা কি জানেন?
কেউ হাজারবার চেয়েও পায় না, সাধনা করেও কারো ভালোবাসা পায় না।
কেউ আবার না চাইতেই পেয়ে যায় খুব সহজেই ভালোবাসা।