মহীয়সী

প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

(উৎসর্গ: আমার প্রিয় মাকে)

তামান্না সঞ্চিতা

পেছন ফিরলেই ধবধবে স্মৃতির মঞ্জিল

চেনা ফুলের হাতছানি

আমার সমস্তে মিশে থাকা

এক মহীয়সীর শ্বাস-প্রশ্বাস,

দুলে ওঠা মমতার ঘ্রাণ

আর কী আদুরে ডাক! - ‘সঞ্চু...’

চমকে ওঠা হৃদপিণ্ডে হঠাৎ ঝড়ো টান

ঘিয়ে রঙের ওড়নায়

বিশেষ ব্যস্ততার ছাপ

আঁচলে সারা দিনের ক্লান্তি

বড় নিঃস্বার্থ তিনি...

ভোরের শৈশবে-

কাঠের রেলে মহাপবিত্র গ্রন্থ

ঘুমের পর্দা তোলে মিহি সুর

‘মহীয়সীর তিলাওয়াত’

আমার সঞ্চয়ে যুক্ত

নির্ঝর সুখ, প্রশান্তির প্রপাত।