ছন্দ

শিবলী আহম্মেদ

প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

লিখছি যে কবিতা মিলছে না ছন্দ

ছন্দের নামে তবে করছো কেন দ্বন্দ্ব?

আমার কবিতা লিখবো আমি,

যদিও না মিলবে ছন্দ।

নিন্দুক তুমি করে যাও দ্বন্দ্ব,

যদি দ্বন্দ্বের মাঝে মিলে যায়...

আমার কবিতার ছন্দ।

তবে মন্দ হবে না তো,

ছন্দেই খুঁজে পাবে তুমি...

কবিতার ভালোমন্দ।

নিন্দুকের নিন্দায় কবি

খুঁজে পেলো তার কবিতার ছন্দ।

কবির কবিতায় ফিরে এলো প্রাণ,

নিন্দুক তোমায় জানাই বন্ধুত্বের আহ্বান।

সোহেল বীরের একগুচ্ছ পাখি-কাব্য

আকাশ-ভুবনে বাস করে এক পাখি,

নীলিমায় ঢেউ খেলা অপলক আঁখি।

পাখির আঁখিতে সুখ খুঁজে পাই আমি,

সে আমার ভালোবাসা, সবচেয়ে দামি!

পাখি তার আঁখি মেলে ডাকে রোজ আমায়,

হৃদয়ের তলদেশে হাত ধরে নামায়।

মায়াবতী সে পাখির বুক ভরা মায়ায়,

সেই বুকে ঠাঁই খুঁজি- সুশীতল ছায়ায়!

পাখি প্রেমে পাগল আমি যাবো পাবনায়

দিবা-নিশি তার স্মৃতি শুধু ভাবনায়

ভেবে ভেবে পথ চেয়ে আছি যাতনায়

পাখি আছে মনে প্রাণে, পাখি সাধনায়!

আঁখি মেলে চেয়ে থাকি সুদূরের পানে

তার লাগি সব প্রেম জমা আছে প্রাণে

মায়াভরা মুখ তার প্রাণকাড়া হাসি

এ জগতে পাখিকেই শুধু ভালোবাসি!