কবিতা

প্রলম্বিত বিচ্ছেদ

নুসরাত সুলতানা

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

বিচ্ছেদকে অযথা প্রলম্বিত করো না প্রেমী,

প্রেমের অমর্যাদা হয় যে তাতে

মাধুর্য হারানো প্রেমকে বিদায় জানাতে হয়—

স্টেশনে দাঁড়িয়ে ছেড়ে দেয়া ট্রেনের মতোই।

যখন দেখবে চোখ বন্ধ করলে —

তুমি আর প্রিয় মানুষটির বুকে নেই

যখন আর তার গায়ের গন্ধে তুমি

মাতাল হবে না।

মানুষটিকে মনে পড়লে আর

তেষ্টায় বুক ফেটে যাবে না,

বুঝে নেবে ক্লান্ত পাখির ডানা।

ওড়ার সাধ, সাধ্য কোনোটা আর নেই।

তখন কেবল শেষ চুম্বনে তাকে বলে দাও-

ভালো থেকো বোহেমিয়ান,

তুমি আমাকে নন্দনতত্ত্ব শিখিয়েছ।