আপন-পর
সোহেল বীর
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মন খারাপের কারণ তুমি, মনটা ভালোও করো,
অনেক বেশি আপন তুমি ভীষণ রকম পরও!
এক নিমেষে হাসাও তুমি আনো চোখের জল,
হাসিমুখে দেখতে কেমন অশ্রু টলোমল!
মায়াভরা হৃদয় তোমার শুধুই ভালোবাসি,
কেমনে ওগো নিকষ কালোয় ঢাকো তোমার হাসি!
এই তো ভীষণ কাছে তুমি আবার দেখি দূরে,
আপন মানুষ কেমন করে থাকে অচিনপুরে!