ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

আপন-পর

সোহেল বীর
আপন-পর

মন খারাপের কারণ তুমি, মনটা ভালোও করো,

অনেক বেশি আপন তুমি ভীষণ রকম পরও!

এক নিমেষে হাসাও তুমি আনো চোখের জল,

হাসিমুখে দেখতে কেমন অশ্রু টলোমল!

মায়াভরা হৃদয় তোমার শুধুই ভালোবাসি,

কেমনে ওগো নিকষ কালোয় ঢাকো তোমার হাসি!

এই তো ভীষণ কাছে তুমি আবার দেখি দূরে,

আপন মানুষ কেমন করে থাকে অচিনপুরে!

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত