ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

আমিই অমানুষ

রায়হান উল্লাহ
আমিই অমানুষ

চারপাশে অসংখ্য মুখ দেখি, মুখোশ দেখি। কারসাজির হাত দেখি, হাতে হাতে হাতবদলের ফেরি দেখি। পায়দলে মিশে যাওয়া পা দেখি। সিনায় সিনায় জড়াজড়ির মায়া দেখি। অনেকগুলো ধূর্ত চোখ দেখি। চোখে প্রেমের বানোয়াট কাব্য দেখি। অনেক অনেক বুক দেখি। বুকে আশার হুতাশন দেখি। চারপাশে কথার ফুলঝুরি দেখি। মানব-মাববীর প্রেম দেখি। ঘরহীন সংসার দেখি। ইট-কাঠ-পাথরের ভালোবাসা দেখি। চারপাশে অনেক কিছুই দেখি। শুধু দেখি না মানুষ। দেখার বড়ই শখ। আমিই হয় তো মানুষ নই। তাই চোখের ক্ষুধা রয়েই গেল!

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত