ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ছোঁয়াচে প্রেম

রনি রেজা
ছোঁয়াচে প্রেম

প্রেম এক ছোঁয়াচে রোগ

বসন্তের বাতাসে ভেসে বেড়ায়

সুর তোলে কোকিলের কলরবে

ঠাঁই নেয় কুমারীর কাতর চোখে

রঙিন বিকেল জুড়ে থাকে স্বপ্নের ওড়াউড়ি

কলমিলতা দোল খায় আপন মনে

কাঁপায় হৃদয়

পিঁপাসিত তরুণ-

আটকে যায় নৈসর্গিক ফাঁদে

স্পর্শে রঙ হারায় প্রজাপতি

দাঁত কটমট প্রেমদেব সুধায়-

প্রেম এক ছোঁয়াচে রোগ

ছুঁৎ পেলেই ফঁসকে যায়

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত