কবিতা

বিকল হুইলচেয়ার

জাকারিয়া জাহাঙ্গীর

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

চাতকী-সন্ধানী দৃষ্টিতে নির্ঘুম-নিরলস ছুটোছুটি-

সময়ের অলিগলি পেরোতে পেরোতে

একটু একটু করে বাড়তে থাকে রাত্রির ঘণ্টা।

দিন-মাস, বছর গড়িয়ে হতাশার যুগ এককোটি বছরে

কপালে ভাঁজ, গালে ব-দ্বীপ মানচিত্রের ছাপ,

চুলে সোনালি আঁশের দামহীন রূপের দেরি নেই।

উদাসীনতার মানদণ্ডে আজ নিশাচর পৃথিবী,

নির্ঘুম সুখপাখিরা ডানাহীন উড়ে যায়।

চারিদিকে হাহুতাশ, মনের আকাশে কালোমেঘ।

ফাগুনের ঝরেপড়া আমের মতো প্রশান্তির কুঁড়ি

ফলহীন নগ্নবৃক্ষের নিস্ফল স্বপ্নেরাও তন্দ্রাচ্ছন্ন

বলহীন আশা, বিকল হুইলচেয়ারে আপনার ভালোবাসা।