দেখো চেয়ে তুমি

বাপ্পি সাহা

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

দেখো চেয়ে তুমি

বিশাল আকাশ!

কিছুটা নীল আবরন জুড়ে

কিছুটা বক সাদা...

সৃষ্টির নিয়ম খেলায় মেতেছে...।

কখনো দেখা যায় গাড়ো সবুজ প্রকৃতি

কখনো বা হালকা সবুজ

মাঝে মাঝে হলুদের ছোঁয়া।

ছুটে যায় পাখিরা দূর থেকে দূর

খেলা করে আকাশের প্রাণে

কখনো অজানায় যায় যে হারিয়ে।

হঠাৎ হঠাৎ গায়ে মৃদু হাওয়া বহে

কখনো বা আসে ঘ্রান।

প্রকৃতির তৃপ্ততা মনে শান্তি ফিরিয়ে দেয়।

ভুলে যাই

সুখ দুঃখের পাহাড় মনের সামনে দাড়িয়ে ছিলো।

অন্ভুতি হয় সুন্দর

আমার আমিকে খুঁজি

আমার আমিকে দেখি।

অন্তর চক্ষুই আমাকে বার বার শেখায়

শুধরে নেয়

দেখিয়ে দেয়

আমার আমিকে।