ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বই আলোচনা

‘আর কোনো কপি নেই’

‘আর কোনো কপি নেই’

অনেকেই আবার সারা জীবনধরে নিজের নাম জশ খ্যাতি পকেটে পুরে রাখার জন্য হেন কাজ নেই যে করে না। তবে এ কথা সত্যি প্রকৃত কাজের লোক কখনোই নাম জশ খ্যাতির পেছনে ছুটে না। নিজ গতিতে কাজ করে যায়, একটা সময় খ্যাতি তার পেছনে লেপ্টে থাকে। আবার এমন অনেক মহীয়সী আছেন যারা জীবদ্দশায় তাদের খ্যাতি দেখে যেতে পারেননি। জীবনবোধের কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই। একেক জনের জীবনবোধ ও চর্চা একেক রকম। তবে রয়েছ জীবন নিংড়ে সমাজকে দেয়ার ভালো কাজের মাপকাঠি। কেউ কৃষ্টি কালচার, সাহিত্যকর্ম বা শিক্ষা প্রসারে, কেউ বা রাষ্ট্রযন্ত্রে কেউ বা সমাজ দর্শন নিয়ে কাজ করে জীবন পাড়ি দেন। তাদের কাজের বিনিময়ে আমাদের জীবন দিকনির্দেশনা পেয়ে থাকি। এমনই এক জীবনদর্শন নিয়ে বই লিখেছেন মনদিপ ঘরাই। বইটির নামকরণও করা হয়েছে ‘আর কোনো কপি নেই’।

এক জীবনের অদ্ভুত চাওয়া-পাওয়া ও প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে বইটিতে রয়েছে নানা ধরনের পঙ্তি যা দিয়ে গড়ে উঠেছে এক জীবনবোধের গল্প। লেখক বইটি লিখেছেন আবার এক অন্যরকম ভাবনা থেকে। লেখক কর্মক্ষেত্রে সরকারি কর্মকর্তা হলেও সাহিত্যে তার রয়েছে নানা বিচরণ। তবে এমন চিন্তা এবং সৃষ্টি এবারই প্রথম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত