রায়পুরায় জাগরণের প্রকাশনা উৎসব

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সাহিত্য ডেস্ক

নরসিংদীর রায়পুরায় জাগরণী পাঠাগারের বার্ষিক স্মরণীকা জাগরণের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে রায়পুরার সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চবিদ্যালয় ও কলেজের হলরুমে ১৯৬৮ইং সনে প্রতিষ্ঠিত নয়াচরস্থ নরসিংদী জেলার প্রাচীনতম ও বৃহত্তম জাগরণী পাঠাগারের বার্ষিক স্মরণিকা ‘জাগরণ-২০২৩’ এর প্রকাশনা উৎসব সাড়ম্বরে অনুষ্ঠিত হয়। পাঠাগারের ৫৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন উক্ত প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ আলহাজ মো. নূর সাখাওয়াত হোসেন মিয়া। এ সময় তিনি শিক্ষার্থীদের পাঠাগারের প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান। এতে সভাপতিত্ব করেন আদিয়াবাদ ইউপি চেয়ারম্যান হাজী মো. সেলিম।