প্রাকৃতজন

আজিজ ইসলাম

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

কতবার ছেঁড়া যায় দহনের লোহিত শেকল?

ধরে রাখা অসম্ভব জেনে

ঝাপটে রাখতে চেয়েছিলেম বক্ষ পিঞ্জরে

বাঁধনহারা স্মৃতিরা কেবল খোঁজে সেই চক্ষু যুগল।

আঁখি যুগল নিঃশব্দে বলে যায়,

বিদায়ের ধ্বনি,

অশ্রু ঝরিয়ে প্রস্থানের নিভৃতে।

রয়ে যায় ছোপ ছোপ ক্ষতের কষ্টের আহাজারি চারিধার।

কতবার ভেঙে ফেলা যায় নৈশব্দের আইসবার্গ?

কতবার শুষে নেয়া যায় ভেবে, বিষের পেয়ালাকে মধুর ফোয়ারা?

এ যেন নিজেকেই বোকা বানিয়ে চলা নিরবধি

যেন বলা সব ঠিকই আছে - বৃষ্টিমুখর সন্ধ্যা,

উষ্ণ একলা দুপুর, কনে দেখা বিকেল সব আমারই দখলে।

জানি কিছুই নেই আমার শুধু অভিনয়টুকু ছাড়া

আমি এক জন্মান্ধ, বোকা, প্রাকৃতজন।

আমার কিছুই থাকতে নেই বঞ্চনা ছাড়া