ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শত জন্মের ক্ষত

নুসরাত সুলতানা
শত জন্মের ক্ষত

শেষ রাতে ঘুম ভেঙে তোমাকে ভীষণ মনে পড়ে সুখেন।

ইচ্ছে হয় শিশির যেমন সমর্পিত হয়

মাটির বুকে।

আমিও দীক্ষা নিয়ে সমর্পিত হই উষ্ণ বুকে।

খুব সাধ হয় পুষিয়ে নিই শত জন্মের ক্ষত।

তুমি তখন গভীর ঘুমে।

মনে হয় একটা সমুদ্র ঘুমাচ্ছে।

জাগালেই প্রবল স্রোতে ভেসে যাব...

ভেসে যাবে ভিটেমাটি, চরাচর।

অতঃপর আমি মানসচোক্ষে মুগ্ধতায়

দেখি এক শান্ত সমুদ্র

আর অন্তর্লীন হয়ে হাঁটু গেড়ে প্রার্থনা করি-

আমাকে ঠাঁই দেবে বুকে? হে সুন্দর!

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত