অশ্রু কিংবা জল
রহমান মুজিব
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সম্পর্কের দরজা রুদ্ব হলে
এ মনে সন্ন্যাস বাজে, সুরে ভাসে গেরুয়া উজান
অভিমানের ইউকিপিডিয়া হতে চোখে ঝরে
অশ্রু কিংবা জল
কখনো নেশার পানপত্রে নীরবতা জমে রাত আসে
আর চুমুর উলুধ্বনিরা পাখি হয়ে উড়ে, ভুলে যায়
পেরেকের মাথায় হাতুড়ির অনুশীলন
মেঘ ঘড়ির আকাশ বেলায় উড়ে যে অন্ধ পাখি
তাকে চোখের খাঁচায় রাখি আর অশ্রু নামে ডাকি
এ জীবনে আর সব ফাঁকি