ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

অপেক্ষায় ডানা মেলা রোদ

নাজমা বেগম নাজু
অপেক্ষায় ডানা মেলা রোদ

বৃষ্টি বেলার গল্প বলবে

অমিত ছন্দের চাঁদ-

বৃষ্টি বিদায়ের শেষ গল্পটাও।

এখানেই শেষ নয় - বলবে এ কথা

নিশাচর পাখিদের বর্ষাভেজা পালকগুচ্ছ

রাতভর জেগে থাকা সোঁদা মাটির ঘ্রাণ।

শেষবারের মতো শ্রাবণ মেঘের নিনাদ

বছরের মত বর্ষা মংগল রেখে যাবে

বিরামহীন সবুজে,

তার মানে এই নয় অপেক্ষায় মহাকাল কাটবে।

গল্পটা তেমনিই অমলিন থাকবে- বৃষ্টি বেলার গল্পটা-

গল্প বলবে বোশেখ- বোশেখের রৌদ্র দহন

উঠোন কোনের জুঁই হাস্নাহেনা

মাঠ ভরা তৃষ্ণার্ত ঘাস- পিয়াসী চাতক

অরণ্য শেকড় ছুঁয়ে থাকা বিষন্ন ঝরা পাতা

না ফোটা ফুল- রোদমগ্ন দুপুর।

বৃষ্টি বেলার গল্প বলবে রোজ

বছরের প্রতি ক্ষণ,

বৃষ্টি বেলার গল্প বলবে কবিতা-

ভালোবাসার প্রতি উচ্চারণ

অপেক্ষায় ডানা মেলা রোদ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত