ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিবাদ

রজব বকশী
বিবাদ

দুই পাহাড়ের মাঝে শুরু বাঁকা পথ

একদিন এক বীর দম্ভে হাঁটছিল

সেই পথে পড়ে থাকা লাল টকটকে

একটি আপেল তার পদাঘাতে পিষতে চাইলো

অথচ সে দেখল তা না থেতলে আরও ফুলে উঠে

দ্বিগুণ আকৃতি নিয়ে বাধা দিতে সামনে দাঁড়ায়

রাগের মাথায় যতই পদাঘাত করতে থাকে

আপেলটি ক্রমাগত বড় হতে হতে

পাহাড় দাঁড়িয়ে এক সময় পথটি

এমন আটকে বসে বেরুবার সব পথ বন্ধ করে দেয়

এথেন বাতাস তার কানে কানে ফিসফিস করে

বিবাদ মিটিয়ে ফেলা কল্যাণের পথ মনে হয়

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত