ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কর্মসূচি

মালেক মাহমুদ
কর্মসূচি

চাঁদ ঘুমিয়ে আছে

জেগে আছে যুবতীশরীর

রক্তগঙ্গা চলমান দেহ দিতে জানে কামুককর্মসূচি

সূর্য আড়ালের অপেক্ষায়

অন্ধকার খোঁজে আলো

আষ্টেপৃষ্ঠে লড়াইয়ের প্রস্তুতি

ঘুম ঘরে মন রঙিলার ক্ষণ

দেহদানে একটি জীবন

তিন শব্দের আলাপিশরীর

খনার বচনে কাটা যাওয়া জিহবা

হিমালয়ের পাহাড় সমান।

পথিক দেখে দু সীমানার সাপ হাওয়া দৃশ্য

চাঁদ ঘুমিয়ে আছে

জেগে আছে যুবতীশরীর

নতুন একটি কর্মসূচি দিবে বলে—

যে কর্মসূচিতে বাজবে সাপের মরণ বাজনা

জাগবে যুবতীশরীর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত