ছিন্ন মায়া
অলোক আচার্য
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
জন্ম থেকেই হাঁটছি
যেদিকে চলে গেছে পথ
বহুপদী সমীকরণের মিলনস্থল, সেদিকে নয়
সবাই সেদিকেই যায়- যেতে হয়
সেদিকে বনলতার মুখ, অদৃশ্য মায়া
টেনে নিয়ে যায় গভীরে।
আমি হাঁটছি উল্টো পথে
কম্পাসের সুতো ঘুরে বৃত্তাকারে
মাপছি সময়ের পরিধি।