সব্যসাচী সৈয়দ শামসুল হক

রহিম ইবনে বাহাজ

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

পিছনে তাকালেই বৃষ্টি ও বিদ্রোহীগণ গল্পের ফুলকির থরে থরে সাজানো জীবন,

শাহবাগ, আজিজ মার্কেট, চাঁনখার পুল, কাঁঠাল বাগান, নীলক্ষেত মোড়

তোমার পদচারণা পায়ের আওয়াজ পাওয়া যায়।

শুক্রবার আসলেই খয়েরী রঙের কটি

গতরে দারুণ মানাতো।

মঞ্চে উঠে ভালোবাসার রাতে কাব্য

গ্রন্থটি পাঠ করলে।

আমি মন্ত্র মুগ্ধ হয়ে শ্রবণে গেঁথেছি তোমার সাধনার পূর্ণ

মার্জিনে মন্তব্য।

তোমার একটি নিদের্শনা, পড় পড় পড়।