রূপসী বাংলা

মাসুদ রানা

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

বর্ষার জলে উত্তাল নদী

ভরেছে কানায় কানায়,

বাংলার রূপ দেখেছি আমি

দোয়েল পাখির ডানায়।

বসন্তের কোকিলের ডাক

পাখ-পাখালির সুর,

সু-মধুর ধ্বনি ভেসে বেড়ায়

দূর থেকে বহুদূর।

সবুজে সবুজে ছেয়ে গেছে সব

দু’চোখ যেদিকে যায়,

বিলের জ্বলে শাপলা ফুটেছে

আপন মহিমায়।

কলসি কাখে বঙ্গ ললনা

মুখে নিষ্পাপ হাসি,

উদাস মনে মিষ্টি ক্ষণে

রাখাল বাজায় বাশি।

বঙ্গ মায়ের চরণ তলে

আমায় দিও ঠাঁই,

রূপের রানী বঙ্গ ভূমি

তুলনা তার নাই।