ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

যুদ্ধ চাই না শান্তি চাই বিশ্বচরাচরে

হুমায়ুন মোহাম্মদ
যুদ্ধ চাই না শান্তি চাই বিশ্বচরাচরে

আজ ক’দিন ধরে

ইসরাইলের সাথে হামাস-হিজবুল্লাহ যুদ্ধ করে

তাই আমি বসে আছি ঘরে

চোখ সংবাদ মাধ্যমের ওপরে;

সেই ছোটবেলা থেকে আসছি লক্ষ্য করে

ফিলিস্তানি বাড়ি-ঘর ভেঙে চুরমার করে

দখলদার ইসরাইলি বুলডোজারে

সেখানে অবৈধ বসতি গড়ে গায়ের জোরে;

জলে স্থলে আকাশ পথে আক্রমণ করে

নির্বিচারে ফিলিস্তিনি মারে হাজারে হাজারে

নারী শিশু ও বৃদ্ধ দিগি¦দিক ছুটাছুটি করে

ফিলিস্তিনি আহাজারিতে আকাশ বাতাস ভরে;

দশক দশকের পুঞ্জীভুত ক্ষোভে আগুন ঝরে

হামাসরূপে ফিলিস্তিনিরা হঠাৎ আক্রমণ করে

দুরাচারী ইসরাইল কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে

ভয়ে পশ্চিমা বাপ-চাচাদের ডাকাডাকি করে;

তবু যুদ্ধ চাই না শান্তি চাই বিশ্বচরাচরে

যেসব ইহুদিরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ও পরে

পাশ্চাত্যের নব্যসাম্রাজ্যবাদী ক্রীড়ানকরে

শরনার্থীর বেশ ধরে স্বদেশ ছেড়ে

নীল থেকে ফুরাত পর্যন্ত সাম্রাজ্য গড়ার ঘোরে

উড়ে এসে ফিলিস্তিনে বসেছো জুড়ে

এবার চলে যাও নিজ দেশে ফিরে

আর ফেতনা-ফ্যাসাদ করো না জবরদখল করে,

ফিলিস্তিনিদের মাতৃভূমিতে ফিলিস্তানিদেরে

ভূমধ্যসাগর তীরে শান্তিতে থাকতে দাও আপন নীড়ে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত