সুখ শান্তি অনিশ্চিত
কিন্তু শাস্তি নিশ্চিত
মানুষ ভালো হলে যদি কষ্ট পায় তবে তা পরীক্ষা
খারাপ হলে যদি কষ্ট পায় তবে পাপের শাস্তি।
চুপ করে থাকলে সুস্থ স্বাভাবিক সুখী
আর প্রকাশ করলে অসুস্থ, বিবেকহীন, স্বার্থপর, দুঃখী।
খুবই কঠিন এই দুনিয়ার কারসাজি!
আনুগত্য করলে সবাই থাকে খুশী
কিছু আশা করলেই শুধু হবে বিপরীত মুখী।
জটিল এ সমীকরণ পাপ পূণ্যের খাতা,
হিসেব আজও মিললোনা তাই
অঙ্কে আমি কাঁচা!