শরত তোমার শুভ্র আকাশ মাথায় করে
বালির চরে হাসে কাঁশের বন,
কার বিরহী মুখের ছায়া পড়ে নদীর জলে
ভাটির পানে কান্না শুনি অনুক্ষণ।
শরত তোমার শিশির কণা জমছে ঘাসে
সূর্যের আলো পড়ছে সেথা ঝরে,
আজ শঙ্খচিলের আকাশে দেখি কার
শুভ্র আঁচল ভেজা বায়ে ওড়ে।
শরত তোমার শুভ্রমেয়ে অন্ধকারে কাঁদে
শিউলী ফুলের শাখায় ঝুরে সুর,
চাঁদের আলোর জানালায় বসে ভাবি
বাজছে কানে কার বেদনার নূপুর।
শরত মানেই যেন কোন শুভ্ররোগে ভোগা
কবির লেখায় কাঁশফুলেদের ছবি,
ছেঁড়া তুলায় গেল কি না আকাশ ছেয়ে
ভাবছে কি তা নবীন কোন কবি?