ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

পাল্টে ফেলেছি

তাপস কুমার বর
পাল্টে ফেলেছি

আগন্তুক! কেন তুমি বার বার পিছু ডাকো?

রাস্তা চেনো...

নিজেকে কেন এতোদিন বক্র করেছো?

ওই থমকে যাওয়া শব্দ

বার বার তোমায় চৌচির করে চুরমার করেছে প্রিয়!

আজ নিজেকে পাল্টে নাও

তোমার পথের সরলতা দিয়ে।

একদিন ওই ধোঁয়াশাগুলো তোমায় আশা দিয়েছিল

আজ ওরা না কি দামি উপহার চায়!

আমি পারবো না হতে নষ্ট নীড়ের মতো স্বপ্ন,

পাল্টে ফেলেছি প্রিয়

নিজেকে নিজের মতো!

পাল্টে ফেলেছি প্রিয়

আমি হতে পারবো না আর সেই স্বপ্ন!

জেনে গেছি, তোমার স্বপ্ন অনেক দামি

আমি ক্ষুদ্রতায় স্বপ্নবুনি!

তোমার দূরত্বে আমার থাক অলি-গলি

আমি নিজেকে নিজের মতো পাল্টে ফেলেছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত