সুরম্য ফাঁদ

ফেরদাউসী কুঈন

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

দুর্দান্ত বিশ্বাসে অরণ্যের শ্বাপদ উপেক্ষা করে

অরণ্যের তারুণ্যে বুক কাঁপে- কাঁপা সুখে।

দেখতে দেখতেই বদলাতে থাকে রাতের আকাশ

বলতে বলতে বাড়তে থাকে স্বপ্নের আবাস।

অনির্বান আকর্ষণে লোকালয়ের মায়াভুলে

রাজলক্ষ্মী বসত গড়ে অরন্যের দেবালয়ে।

তারপর...

কামার হাঁপরে লোহা গলিয়ে হাতিয়ার গড়ে

আর অরণ্য হিংস্রতার ছোবলে সব নির্বান্ধব করে।