ঢাকা ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

একটি আকাশ চাই

আফিয়া রুবি
একটি আকাশ চাই

ঘাসে ভরা মাঠ আজ পাথরের চাওয়া

সমস্ত দাবি বুকের ঐ চওড়া জমিনে

মেঘের কান্নায় বাড়িয়ে দিবে উদোম বক্ষ

বৃষ্টির ফোঁটাগুলো লুকাবে মুখ

স্বস্তির নিঃশ্বাসে ভিজাবে উক্ত মাটি

দুঃখদের পথ রুদ্ধ করবে ভালোবাসার হাজিরায়

অনুপস্থিত হবে নিরুদ্দেশ হবে বাকি সব

একজোড়া বিশ্বাস খুব খুব আকাঙ্খা

মাথার ওপর স্পর্শ হবে দীর্ঘ আশীর্বাদ হবে

একটি আকাশ হবে

নীহারিকা হয়ে খুঁজে নিতে চাই

ওই আকাশের ঠিকানা

আকাশ যদি বদলায়- বদলাবো আমিও

বদল হবে রুবি পাথরে গড়া আংটিও।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত