ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

জুটি

গাজী শামসুজ্জামান খোকন
জুটি

দুঃখ নদীর উজান বেয়ে

কষ্টখালির বাঁকে,

খড়কুটোর এক ঘর বানিয়ে

অনঙ্গ দাস থাকে।

দিন ঝুমঝুম, রাত টুপটুপ

মেঘ-রোদ্দুর খেলা,

নিয়তি বউ দুয়ারে চুপ

দাঁড়িয়ে সারা বেলা।

আগলা ঘরে পাগলা বাতাস

কখন ভাঙে খুঁটি,

নিয়তি বউ অনঙ্গ দাস

বাঁধছে তবু জুটি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত