ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

পাঠ আলোচনা

আল জাবিরী : প্রাণের দামে দেশ কিনেছি

নূরনাহার নিপা
আল জাবিরী : প্রাণের দামে দেশ কিনেছি

তরুণ শিশুসাহিত্যিক আল জাবিরী। গ্রামীণ পটভূমিতে কল্পনার তুলি দিয়ে স্বাচ্ছন্দ্যে শিল্পের রং চড়ান ছন্দের উপমায় তার চমৎকার কিছু কবিতার অংশ তুলে দিলাম। এই আমাদের শিশির ধোয়া/সবুজ শ্যামল গ্রাম/গোলাপ ও জুঁই দু’ভাই বোন ফুলের নামে নাম। ছাব্বিশে মার্চ দেয় ঘোষণা/স্বাধীনতার বাণী/এই বাংলায় ঠাঁই হবে না/তোরা পাকিস্তানি। চতুর্দিকে ঝাঁপিয়ে পড়ে/মুক্তিকামী সেনা/লাল সবুজের এই পতাকা/প্রাণের দামে কেনা/ডিসেন্বর শুরুর দিকে/অন্ধকার এক রাতে/গোলাপ তখন যুদ্ধ করে/খান সেনাদের সাথে/হঠাৎ করে একটি বুলেট লাগল এসে বুকে/দেশের জন্য গোলাপ শহিদ/সবার মুখে মুখে। কবিতাংশ প্রকাশিত- ছড়াকার আল জাবিরীর প্রাণের দামে দেশ কিনেছি। গ্রন্থটি বেশ বৈচিত্র্যময় মুক্তিযুদ্ধের ছড়াগল্প। কবি, কবিতাকে পঠন-পাঠনের মধ্য দিয়ে আহরিত যে বোধ ধ্যান-জ্ঞান জীবন অভিজ্ঞতা এবং কবিতার সৌন্দর্যরূপ ধারাবাহিক পঠন-মধ্যে নির্মিত হয়েছে কবির বিশাল ছড়াগল্প কবিতা এভাবেই কবিতার প্রতি ভালোলাগা একটা টান অনুভব ভালোবাসা সৃষ্টি মুক্তিযুদ্ধের অদৃশ্য এক পৃথিবী নির্মাণ করেন ছড়াগল্প। কবিতা হয়ে যায় জীবনের একটি অংশ। প্রাণের দামে দেশ কিনেছি- মূলত ছড়াগল্পে কবি গল্পের বিভিন্ন চিত্র পরম মমতায় এঁকেছেন দেশ ও মাটির অবারিত কথা গোলাপ ও জুঁই দুই ভাইবোনের চিত্রকল্প। সে ছেলেটি গোলাপ, গোলাপের কৈশোর জীবন নিয়ে রচিত তার হাসি, আনন্দ, আবেগ, কৈশোরের দূরন্তপনা, সবুজ রঙিন দিন, ঘুড়ি উড়ানো, প্রকৃতির সাথে ফুল পাখিদের সাথে কথন, মা, বাবার কড়া শাশন, দস্যিপনায় গোলাপের কাটলো অনেক দিন। হঠাৎ করে উঠল বেজে একাত্তরের বীণ। গোলাপ তখন স্বপ্ন দেখে শোষণ মুক্ত দেশ, ট্রেনিং নিল গোলাপ তখন অস্ত্র চালাবার, হাতের উপর হাত রেখেছে শপদ বিজয়ের অস্ত্র হাতে এক হয়েছে দামাল ছেলের দল। গোলাপ তখন যুদ্ধ করে খান সেনাদের সাথে। হঠাৎ করে একটি বুলেট লাগল এসে বুকে, দেশের জন্য গোলাপ শহিদ সবার মুখে মুখে। গোলাপের চরিত্রায়ন দ্শ্যৃপট যুদ্ধচিত্র অসাধারণ প্রতিভার সাক্ষর রাখেন ছড়ায় ছড়ায়। এখানে, কিশোর মনের চাওয়া, পাওয়া, অনুভূতি স্বপ্নগুলো সেই কুড়ির সাথে সবুজ মনে ছেঁড়া ঘুড়ির মতো উড়ে স্বপ্নচূড়ায় এক আনন্দের নিসর্গ রূপ খোলে ছড়াগল্পে কচি স্বপ্নগুলো যেন হাতের মুঠো এনে মন রাঙাই। কিশোরের স্বপ্ন যেন কবির হাতে উঠে এসেছে। তেমনি সময়ের সাথে কবি তুলে ধরতে ভুলেন নাই মুক্তিযুদ্ধের স্বাধীনতার কথা। স্বাধীনতার জন্য গৌরবদীপ্ত ত্যাগ ও অর্জনের কথা উপমা ও ছন্দের গোলাপের চরিত্র দ্যোতনায় ছন্দ গতির অনবদ্য সম্মিলন তার কবিতাকে প্রাণময় করে তোলে। ছড়াগল্পে নির্মাণশৈলীর গুণে গাল্পিক আবহে কৈশারকে নতুন মাত্রায় উপস্থাপন করেন। এমন সৃজনশীল অভিনব প্রয়াসে তিনি কিশোরকবিতা ছড়াগল্প ভুবনে অনন্য হয়ে উঠেন। কবিতাগুলো দৃশ্যকল্প-চিত্রকল্প-উপমা, প্রতীক, সর্বপোরি জীবনাবোধ ভালোবাসার সবুজ সতেজ আধুনিকতার ছোঁয়া নান্দনিক প্রকাশ কবির কলমের ডগায় সৃষ্টি হয় প্রতিনিয়ত বাস্তববাদী ছড়া, কিশোর কবিতা। কবির ছড়া, কবিতাগুলো পাঠকের হৃদয়ে বার বার নাড়া দেয় প্রবাহমান নদীর মতো। নদী, মাঠ, বৃক্ষ, পাহাড়, কবির প্রিয় শব্দবলি, কিছু কিছু চিত্রকল্প কিংবা শ্রেফ শব্দবন্ধ প্রকাশ কৌশলে দক্ষ সমপন্নতার পরিচয় মেলে... আল জাবিরীর কিশোর কাব্যগ্রন্থ এই পতাকা লাল সবুজের ‘ভালো লাগা চমৎকার কিছু পঙ্ক্তি বিশেষ... ১/স্বপ্নরা জেগে থাকে-আকাশের নীলে মেঘ যায় উড়ে উড়ে/সবুজের হাতছানি নদীকূলে জুড়ে/দৃষ্টির সীমানায় আলো ঝলমল/ঝর্ণার স্রোতধারা ছুটে কল কল। ২/ বাংলার রঙ রূপ-দ্ধু সাদা মেঘ ওড়ে আকাশের গায়/মেঘপরি ডেকে বলে খুকু আয় আয়/শাপলা শালুক ফোটে হাসে খিলখিল/আকাশের নীল ছুঁতে ডানা মেলে চিল। ৩/ভাই হারানোর কথা-মুক্ত স্বাধীন করতে হবে দেশ পতাকা মাটি/বাংলা আমার মাতৃভূমি সোনার চেয়ে খাঁটি/এিশলক্ষ প্রাণের দামে পেলাম স্বাধীনতা/কেমনি ভুলি ভাই হারানোর একাত্তরের কথা। ৪/ শহিদ মিনার-মায়ের বুলি দিচ্ছে তুলে/ভাই হারানো শোক গুলি/বায়ান্নতে ভাইয়ের বুকে/ খান সেনারা দেয় গুলি। ৫/ ইচ্ছে আমার আকাশ দেখার- কিন্তু মাগো শুধই কেন আমায় বারণ করো/ঐ দেখ মা মেঘপরিও উড়ছে থরো থরো/নাইবা যদি ছুটি দিলে বন্ধি রাখো ঘরে/ইচ্ছে আমার আকাশ দেখার, দেখবো কেমন করে। ৬/ খুঁজি আমার মা- রাত্রি দুপুর তারায় তারায়/তোমায় খুঁজে যাই/:তুমি ছাড়া মাগো আমার/আপন কেহ নাই। ৭/এই পতাকা লাল সবুজের- এই পতাকা লাল সবুজের/মুক্ত স্বাধীন ডানা/এই পতাকা বাংলাদেশের /যুদ্ধ জয়ে আনা। ৮/সাম্যবাদের পাল উড়াই-বললো সাগর, /আকাশ, বাতাস/সব করেছে নজরুল/আজ এক হয়ে যাও/ধনী গরিব/সব ভেদাভেদ যাও ভুলে। কবির কবিতায় মা, মাটি, ভাষার জন্য অতুল ত্যাগ ও বর্ণ বাংলা ভাষা অর্জনের কথা, বাংলা জেগে আছে আমাদের বুকে। গ্রন্থের কবিতাগুলো পাঠকের মনে দোলা দেবে আমার বিশ্বাস। উপমা, ছন্দে তিনি বরাবরই সজাগ। আমি নিজে ও পাঠে তৃপ্ত মুগ্ধ।

আল জাবির সাহিত্য শুদ্ধচর্চায় নিয়মিত ছোটদের মননশীল ও আলোময় জগত গড়ে তুলতে আন্তরিক। ভাবনায় বিন্যাসে তার কবিতা সব শ্রেণীর পাঠকের মন ছুঁয়ে যাওয়ার মতো। কিশোরকবিতা চর্চায় নিজেকে নিয়োজিত রাখেন এমন সৃজনশীল অভিনব প্রয়াসে স্বচ্ছন্দে লিখে যাচ্ছেন ছোটদের মনোমুগ্ধকর অসংখ্য কবিতা, ছড়া, গল্প। মুক্তিযুদ্ধের উপর লেখা তার -প্রাণের দামে দেশ কিনেছি ছড়াগল্প এবং কিশোরকবিতা গ্রন্থ -এই পতাকা লাল সবুজের। সকল পাঠকদের হৃদয় নাড়া দেবে দুটোই গ্রন্থ পাঠকের সংগ্রহ রাখার মতো।

লেখক-আল জাবিরী

ছড়াগল্প-প্রাণের দামে দেশ কিনেছি

শব্দশিল্প প্রকাশন-২০১৪

প্রচ্ছদণ্ডআল জাবিরী

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত