কারণহীন অজানা হাহাকার ওঠে
এখন রাতকে বড় বেশি কাছে ডাকি
জীবনের চাদর বিছিয়ে মরণ খুঁজি,
বেলা-অবেলার ডাক বড্ড বেশি বলে-
কিছুই করার নেই, কিছুই করতে পারনি।
কারণহীন অচেনা হাহাকার ওঠে
রাত বড় বেশি ভালোবাসা নিয়ে আসে
মরণের চাদর বিছিয়ে জীবন খুঁজি,
কালো-সাদা কেশ বড্ড বেশি সুর তোলে-
কিছুই করতে নেই, কিছুই করতে আসনি।
কারণহীন ভয়ার্ত হাহাকার ওঠে
দিন বড় বেশি আলো-আশা নিয়ে ভাসে
বরণের চাদর বিছিয়ে কী যেন খুঁজি,
আশা-নিরাশা বড্ড বেশি বেসুর বোলে-
কিছুই করার দিনে, কিছুই করতে চাওনি।