ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পথিক ভুলে যায় পথ

বিনয় মন্ডল
পথিক ভুলে যায় পথ

চিরদিন সুখগুলো যায় সরে সরে

ব্যথাগুলো ফিরে আসে মহাগ্রহে।

যত ভাবি একা আমি

সুখগুলো বহু দামি

ব্যথাগুলো পুড়ে পুড়ে

ধুঁকে ধুঁকে খায় ক্ষুরে।

আলো ভাসে আলো আসে

শিরিরেরা মিশে যায় ঘাসে।

পথিক কি মনে রাখে পথ!

বন্ধুর হৃদয়ে উঁচু নিচু ঘাট।

পাপড়ির সুখগুলো খসে গেলে পড়ে

কাঁটার দুঃখ ফিরে আসে আপন ঘরে।

কত স্মৃতি কত কথা ব্যথা ভরা বুকে

পথিক একদিন ভুলে যায় পথ মহাসুখে

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত