ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ক্রমশ পতিত গহ্বরে নিমগ্নতা

অলিতাজ মনি
ক্রমশ পতিত গহ্বরে নিমগ্নতা

আমিও পেতেছি পাঁজর অমরতার অন্ধে-

নিগূঢ় নিবিষ্টে-স্বপ্নের সীমিত চাষগন্ধে

বিক্রমে গবেষণায় অজানায় দমে দমে ঘোরে

সবাই সাঁই সাঁই কোনো না কোনো চক্রে; চত্বরে

প্রবাসী বারবার ফেরার উদাসী,

ভক্তিতে মুক্তিতে প্রযুক্তিতে

সয়ে সয়ে বিস্ময়ে-উল্লাস-ত্রাস কিংবা নীরবতা

ক্রমশ পতিত গহ্বরে নিমগ্নতা

সকলেই জানে কি-না কী জানি-অনেকেই জানে জানি

প্রায়শই তাই কবলিত রুক্ষ্ম অন্তর্বর্তী রুখে নাই।

দুঃখ-উদাস জীবনের উদ্ভাসে-শুষ্ক সরু আলাদা

কখনও দূরত্বে কারো পথ; সাহসী সফলতা পিছিল কাদা

বিসর্জন সংঘাতে অন্যের জন্যে বরেণ্য

প্রস্ফুটিত জলফুল-শূন্যতা হয়ে জীবনের মূল-

ধীর-স্থির একজন রোখে রোকন-সহাস্য শিল্পমন

কামান, গোলা, তলোয়ার, তির-অশ্র নয় বীর

জীবনে জপি একটাই বুদ্ধি-আমার আত্মশুদ্ধি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত