শিরোনামহীন-৮০
নাদিম মাহমুদ
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
হাজার বছর ধরে এক নৃশংস পৃথিবীতে বসবাস করি, শাসনের অপর পৃষ্ঠায় লেখা ছিলো শোষণ নিপীড়ন গণহত্যা, সভ্যতার দেয়ালে দেয়ালে ঝুলে আছে বর্বরতা।
দানবের হাতে মানবতা,সভ্যতা, বিচারিক দায়িত্ব দিয়ে মনে সুখে বসে আছি বৃন্দাবনে, রক্তেমাখা বাঁশি মৃত্যুর সুরে ডাকে।
আর একদল প্রতিবন্ধী বলবে এরাতো কল্যাণ রাষ্ট্র পৃথিবীর স্বর্গ, ওদের দেশের জনগণের জীবনমান দেখোনা কত উন্নত, নিত্যনতুন আবিষ্কার, শিল্প-সাহিত্য, বাক স্বাধীনতা।
তবুও ওদের মুখে কেন নিরীহ মানুষের রক্তের দাগ, ওরা জানে ওদের হাসিতে শিশুর মৃত মুখ ভেসে উঠে, মেঘে ডুবে যাওয়া সূর্যের মতোই অন্ধকারে নিমজ্জিত অনাহারী মুখ, আরেক উন্মাদ চিৎকার করে বলে ত্রান-সাহায্য দিয়েছে মৃত্যুর বিনিময় এইটুকু লজ্জা দায়িত্ববোধ তাদের আছে।
এ-ও জানি কুয়াশার আড়াল থেকেই নিয়ন্ত্রণ করে আমাদের মৃত্যু এখানে সবই লৌকিক, অলৌকিক বলে কিছু হয়না।
ফিলিস্তিনের শিশুরাও জানে আ.....
ডাকার আগেই বিকট বিস্ফোরণে হৃদ স্পন্দন থেমে যায়।
ভাতৃত্ব ভুলে পৃথিবী গড়ে উঠেছে লোভ লালসায়, হিংসা বিদ্বেষে। জন্মেছি মৃত্যুর হুশিয়ারি নিয়ে, তাই বলে অপঘাতে মৃত্যু, পৃথিবীর জ্ঞান বিজ্ঞান, অগ্রগতি সব ধ্বংস হোক নিরাপদ হোক মানুষের জীবন।