ভীষণ অভিমানে
যত দূরে শরীর ভাসাক
কিংবা হোক মেঘবদ্ধ
আমি তাকে ছোঁবই,
কালের বিড়ম্বনায়
প্রেমের ভাষা বুঝতে পারা
আজকাল আমার স্বভাবজাত,
কারো চোখ, কারো মন
কখন উদাস হয়
এখন বেশ বুঝতে পারি,
আমি কালোত্তীর্ণ ভালোবাসার
সহস্র বছরের ধ্রুপদী উপমা,
বরফ শীতল নদীর মতো
অবলীলায় বয়ে যেতে পারি
ভরাক্রান্ত রমণীর বুকে,
কতগুলো বসন্ত পেরিয়ে
কেউ গন্ধর্ব পুরুষ হয়
আমার জানা নেই
কেবল জানি অনিবার্য আমি
প্রেমের শ্লোক হয়ে
তার অবোধ মনকে ছোঁব
আর শরীর ছোঁব