মাশুল

নুসরাত সুলতানা

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

এই মানব জন্মের মাশুল আমি কীভাবে দিতে পারি?

বলবেন কমরেড!

মানুষের জন্য নাজিল হল;

কোরান, বাইবেল, তাওরাত, ইঞ্জিল, যাবুর।

অথচ মানুষ শিখতে পারলো না, আয়ত্ত করতে

পারলো না সম্প্রীতি শব্দটিকে।

মানুষই আবিষ্কার করল- বিদ্যুৎ, রেডিয়াম,

এরোপ্লেন রকেট, যাবতীয় ঔষধ ইত্যাকার সব বিষ্ময়কর বস্তু।

মানুষই দিল- কমিউনিষ্ট পার্টির ইশতেহার, মানুষ আনলো পুঁজিবাদ,

মুক্তবাজার অর্থনীতি, বিশ্বায়ন।

মানুষ আকাশে উড়ল, পাতালে নামল।

কেবল চারটি বর্ণের একটা অক্ষরকে

বুকে ধারণ করতে পারলো না।

মানুষ ক্রমাগত হতে থাকলো মুসলমান, হিন্দু, বৌদ্ধ,

খ্রিস্টান, ইউরোপীয়, এশীয়, আফ্রিকান, সাদা, কালো।

শুধু মানুষ হয়ে উঠল না মানুষের সহচর।

মানুষ অনুবাদ করতে পারলো না মানুষের ;

ক্ষুধা, মৃত্যু, কান্না আর যন্ত্রণার ভাষা।

আমি কী মাশুল দেব এই মানবজন্মকে?

বলুন তো কমরেড!