হ্যাংগার
বাবুল আনোয়ার
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
যারা ছিল একদিন সৌরভে-গৌরবে
তাদের অনেকেই নেই আজ
একদিন যারা ছিল স্বপ্নাবাসের অধিবাসী
কবিতার সারথী, আঁধার রাতের যাত্রী
রাজপথের সাহসী সহযাত্রী
তাদের কেউ কেউ আজ
অনিচ্ছায় বেছে নেয় ভুল বয়ানের পথ
রুদ্ধতায় উজাড় উজ্জীবনের গান
উপচানো জলের জোয়ার
একদিন যারা নতুন কিছু করবে বলে
অঙ্গীকারের আলোয় ঝড় তুলেছিল
তাদের কেউ কেউ আজ
নিজেদের প্রবল প্রতিপক্ষ
ভুলের অনুতাপে পুড়ছে সারাবেলা
তাদের কেউ কেউ আজ বিস্মৃত ইতিহাস
ক্ষতময় অবিরাম ঝুলানো হ্যাংগার।