ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চোখের মায়া

কুমকুম দত্ত
চোখের মায়া

হরিদ্রাভ সন্ধ্যা আকুলতা মনের

রোজ প্রহর গুনে চন্দ্রিমা চোখ ;

বিশ্বাসের দীর্ঘ সুখ

সম্পর্কে পরস্পর বেঁচে থাকা

পুড়ে যায় ঘ্রাণ লোবানের

বুক উঁচু দিন দেবদারু ছায়া ;

কালো কালো মেঘ বুকজুড়ে আকাশ

খুঁজে উদাসী বাউল চোখের মায়া।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত