পরমাণু বিজ্ঞানীর সাক্ষাৎকার
নূর নবী আহমেদ
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
অন্য ভাষায় প্রকাশিত এই সাক্ষাৎকারটি অনুবাদ করা হয়েছে বাংলায়। বিশ্বে সর্বোচ্চ পুরস্কার পাওয়ার পর বিজ্ঞানীর সাক্ষাৎকার নিলেন এক সাংবাদিক। সাংবাদিক প্রশ্ন করলেন, ‘এই বছর বিজ্ঞানে আপনি বিশ্বের সর্বোচ্চ পুরস্কার অর্থাৎ নোবেল পুরস্কার পেলেন। এতে আপনার অনুভূতি কেমন?’ পরমাণু বিজ্ঞানী ভদ্র ভাবে বললেন, ‘অবশ্যই ভালো। যদিও আমি কোন পুরস্কার পাবার আশায় কাজ করি না।’ ‘বলা হয়ে থাকে আইনস্টাইন পরবর্তী শ্রেষ্ঠ বিজ্ঞানী আপনি এবং বর্তমানে আমাদের দেশ যে পৃথিবীর সবচেয়ে বড় পারমাণবিক শক্তি ধর তার পেছনে আপনার অবদানও কম নয়।’
‘হতে পারে। বৈজ্ঞানিক গবেষণা যে দেশে যত বেশি হবে সে দেশই তত শক্তিশালী হবে।’ সাংবাদিক অল্প কথায় বললেন,
‘নতুন কী আবিষ্কার করেছেন?’ ‘পরমাণু বিজ্ঞানী সরাসরি বললেন, ‘অনেক শক্তিশালী পারমাণবিক বোমা।’ ‘এই বোমার ক্ষমতা কেমন?’ ‘এই বোমা বর্তমান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, বলতে পারেন আমাদের দেশের মতোই এই বোমা পৃথিবীর সবচেয়ে শক্তিধর বোমা।’ ‘একটু ধারণা দেন।’ ‘এই বোমা এক লক্ষ বর্গ কিলোমিটারেরও অধিক এলাকা সেকেন্ডে ধ্বংস করতে সক্ষম এবং সেই সাথে লাখ লাখ শত্রুর জীবন ধ্বংস করতে সক্ষম।’ ‘শত্রু কারা?’ বিজ্ঞানী বললেন, ‘মানুষ।’ সাংবাদিক বললেন, ‘মানুষ কী মানুষের শত্রু হয়?’ পরমাণু বিজ্ঞানী আর কোনো কথা বললেন না, একদম চুপ।